আমি তো অবোধ জানি
জ্ঞানহীন মস্তক আমার
চলতে চলতে পথে আমি
ভুল করে যাই বারবার।


উপায়ন্ত না দেখে হায়
মানবকূল যে আমি তাই
আবার বোকার মতো
সে পথেই পা চালাই।


বুঝিনা ধর্মের নিগূঢ় রহস‌্য
আলোতে হয় না আলোকিত মন
কোথায় যে পাপে মজে সে
বোঝে না সৃষ্টির সেরার ওজন।


ইয়া আল্লাহ্ পাপি আমি
পৃথিবীর জটিল গদ‌্যে পরে
তমশায় ফেলেছি হৃদয় ছেঁয়ে
ভুলতে বসেছি এখন তোমারে।


নিতি হায় হায় করে মন
ভয়ে কাঁপন ধরে শরীরে
তুমি তো দয়াময় ক্ষমা করো
ক্ষমা করে দাও আমারে।
০১.০৩.২০০৫