কাটবে সুতো কখন আমার,
কে জানে ভাই কে জানে!
লাটাই খানা তাঁর হাতে যে-
উড়ছি আমি তার টানে।


ভাবছি ঘুরি , সারা আকাশ-
ঘুরছি আমি একটু পথে।
যখন তখন কাটবে সুতো;
সব কিছু তো তাঁর হাতে!


মিথ্যে মায়া জড়িয়ে আছে;
বুঝে ও তা ; বুঝি না ভাই।
আমার আমি ভীষন প্রবল,
কাটবে সুতো ; থাকবে লাটাই।


থাকুক তিনি আকাশ জুড়ে;
সব কিছু যে তার-ই তরে।
কাটুক আমার ছোট্ট সুতো,
থাকুন তিনি মনটি জুড়ে।