বেকার


শরীরের ঢেউ তুলে,
আসে সে যে এলোচুলে,
মুখে তার মৃদু হাসি অল্প;
দুচোখের চাউনিতে চাওয়া তার স্বল্প-
একখান ঘর চাই, আর কিছু নাইরে।


বেকারের জ্বালা বুকে,
জীবন চলছে ধুঁকে,
হেথা হোথা ঘুরে ফিরে;
মন নাই সংসারে-
নিভু নিভু প্রাণ আজ ভাইরে।


অপেক্ষা করে করে,
বছরেরা ঘুরে ফিরে,
চলে যায় বহু দূরে;
যৌবন ধসে যায়-
কোথা আমি ছুটে যাইরে!