একটা বিড়াল সকাল বেলায় আসে জানালা ধারে,
কখন আমি লুকিয়ে মাকে , বিস্কুট দেব তারে।
একদিন মা জেনেই গেল একটা আমি খাই;
না খেয়ে অন্য টা বিল্লি কে বিলায়।


মা আসলে জানত‌ই না এমনি আমি করি,
জানাল বোকা বিল্লি টাই ম্যাঁ-ও ম্যাঁ-ও রব ধরি।
ম্যাঁও ডাক শুনে মা; বিল্লি তাড়া করে;
দুদিন দেখি দেখা নেই তার, মনটা কেমন করে।


পরের দিনই দেখি ; হঠাৎ জানালার ধারে,
কালো বিল্লি বসে বসে লেজটা শুধু নাড়ে।
লুকিয়ে মাকে আমি; যেই একটা দিই বিস্কুট ;
ও মা! টুঁ শব্দটি না করে খেয়েদেয়ে দেয় ছুট।


পুচকি প্রাণীর বুদ্ধি দেখে আমি হেসে মরি
মায়ের থেকে ও বুদ্ধি বেশী বিড়াল সুন্দরী।