অনেক বিরাম; হল জীবন মাঝ,
উঁকি মারে সাঁঝের তারা পথে।
আর তো নাহি বাকি কিছু-ই, কাজ;
চলব এবার তারার সাথে সাথে।
কাজের পথে থমকে গেছি পথে-
বন্ধুরা সব হাত ধরেছে হাতে।
সাঁঝের তারা যখন যারে ডাকে;
রাতের শেষে নামে অন্য পথে।
সুখ দুঃখ অনেক হল সারা-
হারিয়ে গেছে সমব্যাথী যারা!
ভাগ করেছি যাদের সাথে কাজ;
চলেছে সবে সাঙ্গ করি আজ।
ক্ষণিক বিরাম আর তো নাহি চাই;
ঘরের ছেলে ঘরেই ফিরে যাই।