কই গো?
কোথা গেলে!
বিছানায় চা দিয়ে!
সব কিছু বারবার;
কেন যাও শুধু ভুলে?
বলেছি না?


বলেছি না ? একটুকু বসবে।


শুধু কাজ, শুধু কাজ;
আছে বেঁচে শুধু লাজ।
জানো নাকি সব ফাঁকি!
ভালো লাগে?
একটু না জড়িয়ে ধরলে?
বলেছি না?


বলেছি না
কাক ভোরে ভেজা গা গন্ধে
ভালো লাগে চা থেকে আর ও ভালো
কেন থাকো মিছিমিছি দ্বন্দ্বে!
কেউ কিছু ভাববে না, বলবে না;
বলেছি না


বলেছি না কাছাকাছি প্রাণ জুড়ে থাকবে।


বলেছি না? এলোচুলে ঝরে পড়া বাষ্পে-
মৃদু হাসি ওষ্ঠে, টোল খাওয়া টুস টুস;
মন ভরা মৌটুস।
গায়ে বসা, স্নান করা বসনে;
সরে নাকো আঁখি মোর, দেখি দুই নয় নে!
ভেজা গা হার মানে ছন্দে। বলেছি না?


বলেছি না ছোঁওয়া চাই?
হোক ভোরে, কিম্বা সে দুপুরে।
খালি খালি যাও ভুলে;
সকাল বা বিকেলে;
ঘাম ভেজা গন্ধে, দুপুর বা সন্ধ্যে।
পাশে নয়। কাছে থাকা; ভালো লাগে বলেছি না!


পরিচয় ক্ষনিকের--
সময় তো অল্প;শেষ হবে গল্প।
যে কদিন থাকবে,
আরও কাছে আসবে।
ভালো বাসা হাসবে। বলেছি না?


বলেছি তো। বলেছি না!