চলো যাই জ্যোৎস্নায়-
ভিজে আসি!


ফিসফিস কথা শুনি বাতাসে।


শরীরকে মেরে টান-
ছা দে আমি উঠে আসি!


মন মোর বাঁধা এক আবেশে।


অকারণে খুলে ফেলি আভরণ-
জ্যোৎস্না-পোষাক মোর পরিধান।


তারা যেন মিটিমিটি হাসে।


মন খান আনচান-
কিছু যেন চাই প্রাণ;


হঠাৎ কে যেন? কে আসে!


খুলে ফেলে সব তার-
জ্যোৎস্নার আভরণে গা-


চুপি চুপি আসে মোর পাশে।


জ্যোৎস্নার আ বরন সরিয়ে-
অঙ্গে অঙ্গ ছুঁইয়ে-


দুটি প্রাণ এক হয়ে ভাসে।


দিশেহারা দুই জন-
এক প্রাণ এক মন।


ভরে ওঠে চারদিক, কি যেন সুবাসে!


জ্বলে তারা মিটি মিটি-
দুজনার খুনসুটি।


চাঁদ চেয়ে দেখে আর হাসে।


প্রেমিক বুকের প'রে-
জ্যোৎস্না পোষাক পরে,


ক্লান্তি ও জমা হয়, অবকাশে।


প্রেমিকের হিম পড়ে-
জ্যোৎস্নায়। ভিতরে!


চাঁদ যেন আসে নেমে জঠরে!


শরীর ঠাণ্ডা হয়-
সব কিছু যায় যেন, জুড়িয়ে।


চাঁদ ধীরে ধীরে বাড়ে কোঠরে!


হঠাৎ চোখ খুলে-
চেয়ে দেখি বিছানায়।


কেউ নাই কেউ নাই-
ভালোবাসে আমারে।