স্বপ্ন ছিল চোখের তারায়, ছিল বুকের মাঝে;
হঠাৎ ঝড়ে ওলট পালট, মন পাই না কাজে।
স্বপ্ন ছিল ভোরের বেলায়, ডাকবে গাছে পাখি;
রাতের আঁধার চিরে আবার, সূর্য দেবে উঁকি।


সূর্য সত্য দেয় সে উঁকি, আকাশ বুক চিরে;
স্বপ্ন মিথ্যে, ওলট পালট হৃদয় আমার ঘিরে।
ঝড় থেমেছে বাইরে যে আজ, হারিয়ে গেছে কিছু;
মিথ্যে আশা বুকের ভিতর, আঁধার সামনে পিছু।


সে আঁধার ও কাটবে জানি আপণ আপণ সুরে;
পড়লে আলো কাটবে আঁধার নিজের মতো করে।
তাইতো প্রভু সহ্য শক্তি দিও একটুখানি;
সব জ্বালা দাও জুড়িয়ে রাখ বক্ষে চরণ খানি।