বাঘা পৌরুষ ভিক্ষা মাগে,
চোখের তারার নীচে।
যায় হারিয়ে সভ্য মানুষ,
রক্ত ঠোঁটের কানাচে।


অসভ্যতা পেটের জ্বালায়;
ন্যংটো ছেলের ভিড়।
গঙ্গা থেকে পয়সা তোলে-
নেইকো ছোট নীড়।


সভ্য মানুষ চুমু কেনে,
হাজার টাকা দাম।
অসভ্যরা বেচে চুমা,
জোটেনি কিছু কাম।


কামের নেশায় সভ্য মানুষ,
রক্ত মাখে হাতে।
শরীর বেচে অসভ্যতা,
কি এসে যায় তাতে!


বেঁচে থেকে দাও বিকিয়ে
সভ্যতার ঐ তারা।
অসভ্য তার জ্বলুক আলো;
অসভ্য, দিশেহারা।


সভ্য মানুষ করে অসভ্য,
সভ্য বসে ভাবে।
ভাবের ঘরে করি চুরি,
এবার কি বা হবে!


ন্যাংটো ছেলে পয়সা তোলে,
গঙ্গা জুড়ায় জ্বালা।
ন্যাংটো মানুষ রঙীন আলোয়,
গঙ্গা ঝালাপালা।


গঙ্গা বেটি টাকা কামায়,
বেচে শরীর খানা।
একটা চুমা হাজার টাকা,
অভাবী পেটে দানা।