প্রণতি চরণে শান্তি মাতা-
প্রণতি মুনি বর অথর্বে-
ধন্য , পুত্র দধিচীর জনমে।
একাগ্রচিত্ত , ভক্তিমতী শিবভক্ত ;
অনায়াসে সিদ্বিলাভ করায়ত্ত তাঁর ,
ঈশ্বরের ও বড় ঈশ্বর মানি এ মরমে।


তপোভঙ্গের আছিলায় ,  ভীত দেবগন
অলন্বষা অপ্সরার করেন প্রেরণ ,
চিত্তচাঞ্চল্য হেতু পেলেন পুত্র সারস্বতে।
শিবহীন যজ্ঞভূমি পরিত্যাগ ,
করিলেন অবহেলা দক্ষেরে ;
বিনষ্টের যজ্ঞ সমাপন কোনমতে।


যবে বৃত্রাসূর করিল ক্ষমতাচ্যূত দেব তারে-
ইন্দ্র দেব দাঁড়ালেন ভীতমনে , দধিচীর দ্বারে।
প্রাণসংহার ব্রজ্রাস্ত্র বৃত্রাসূর বধে ; চাই অস্থি দধিচীর,
যোগ বলে দেহত্যাগ করিলেন , মুনি বর বীর।।