আমাগো পাড়ার ড্যাশ বাবু মোদক হয়েসে;
মিষ্টি রাশি রাশি , স্বাদ নাই তাই বেশি,
মিষ্টি যখন করে চাখ্না রাশি রাশি,
কেউ না কেনে মিষ্টি তার; যে একবার খেয়েসে।


আমাগো পাড়ার ড্যাশ বাবু হয়েসে নেতা;
মাইক জোগাড় ক'রে, আউড়ে মরে বুলি,
শতরঞ্জি ও পাতা, চেয়ারগুলো ও খালি,
হাত পা নেড়ে বলেই চলে নেইকো কোন শ্রোতা।


আমাগো পাড়ার ড্যাশ বাবু? কবি হয়েসে;
পাঁচ সাতটা খাতা, লেখার নেই মুণ্ডু মাথা,
বর্তমানে সবাই কবি পড়ার সময় কোথা?
কবিতা প-ড়ার লোকের অভাব, বড্ড দেখে সে।


রস্-কস-স্বাদ নাই।
ড্যাশ শুধু তাই মরে, মনের জ্বালায়।।