ধিক! নর!


শব ব্যবচ্ছেদের মতোই-
কাঁটাছেড়া চলেছে পৃথিবী তে
সৃষ্টির আদি লগ্ন থাকে, নারীদের।
নারী জননী, নারী কুমারী, নারী ভগিনী।
শঙ্খিনী, চিত্রিণী আর ও কত কি!
মুনি ঋষি দৈত্য দানব  তপস্যা করবেন-
বিধাতা বর দান করবেন না; যাও নারী,
অসুর দের পরাজিত করা যাচ্ছে না; যাও নারী,
বাড়ির ছেলেটা বখাটে হয়ে গেল; দায়ী নারী,
ছেলেটা মেয়েটাকে নিয়ে চলে গেল; দোষী নারী,
বাড়িতে কথা কাটাকাটি; মূলে নারী,
অর্থাৎ যত খারাপ আছে; সব নারী।


পুরুষ কিম্বা নর বাবা, নর কাকা, নর দাদা
বললে আঁতে ঘা লাগে।
ওসব চলবে না, নর বাদ দিয়ে বলতে হবে,
সব ধোয়া তুলসী পাতা;
কেউ বলে সোনা আবার ব্যাঁকা!
তাদের নিয়ে কাটা ছেঁড়া চলবে না।
যত কিছু ভালো পুরুষ,
যত কিছু খারাপ নারী।
ছিঃ! নর!   ধিক! নর!


আদর করে নাকি বলে নারী জননী;
নারী ও গলে বরফের মতো
যত্ত আদিখ্যেতা, জননী তো জননী।
একটা বিশেষন কি না দিলেই নয়?
যদি দিতেই হয় তবে বলুক না নর কাকা নর পিতা।
ছিঃ! নর!   ধিক! নর!