সব যাবে উড়ে দমকা হাওয়ায়,
এলোমেলো স্মৃতি যত।
পৃথিবীর পরে থাকবে কেবল;
সুগভীর এক ক্ষত।


মান অভিমান হবে জানি শেষ,
ফিরবে পাখিরা নীড়ে।
সব কিছু দুখ; হবে তারা সুখ;
থাকবে জীবন ঘিরে।


দুঃখ সুখের জীবন দোলায়,
দুলছে পৃথিবী তাই।
থর থর করি কাঁপিছে ভূবন;
তবু ও সুখের গান সে গায়।


ক্ষত সাময়িক,
ঘোরে ফিরে শুধু তারা।
ক্ষনিকের দুখ কাল সে তো সুখ;
সুখেই জীবন ভরা।


স্বল্প আয়ুর জীবনে সুখ বেশি ভরা থাকে,
কখনোবা দুঃখ দেয় যে উঁকি।
ক্ষনিক যাতনা দেয় যন্ত্রণা;
ভাবি জীবন শুধুই ফাঁকি।


দুখ না থাকিলে মর্ম সুখের,
কেউ না বুঝিতে নারে।
সুখের সাগরে ভেসে থাকি বেশি;
দুখ আসি শুধু জাগাই সুখেরে।


দমকা হাওয়ায় এলোমেলো হোক,
জীবনের যত খেলা।
ঝড় থেমে গেলে;
আবার আসিবে সুখের সাগরে দোলা।