গদ্য কবিতা লিখবো কি করে


হাজার চেষ্টা করেও, কবিতা লিখতে না পারি;
সেদিন আমায় লেখার বুদ্ধি দিল ভজহরি।
ভজহরি সব বিষয়ে যা খুশি তাই বলে;
সে-ই বোঝে যে পড়েছে হরি ভজ র কবলে।
মুড়ির ঠোঙায় খাচ্ছে মুড়ি দেখি ভজহরি র হাতে,
গদ্য কবিতা লিখবো কি করে? ব্যস্ত তা বোঝাতে।
কয়েক খানি টুকরো করে, ঠোঙা র কাগজ ধরে;
ওরে বাবা!এলোমেলো করে টুকরো সাজায় যত্ন করে
উল্টো পাল্টা সাজিয়ে কাগজ দিব্যি দিল লিখে;
আমি অবাক! সত্যি একটা জ্যান্ত কবিতা নিলাম আমি টু---কে।