মুখে হরি চোখে জল;
যদ্দুর দেখা যায়-
ঝাপসা।


মন ভেঙ্গে খানখান,ছেড়ে গেছে পরিবার;
অসময়ে কিছু চাওয়া-
দুরাশা।


যতদিন
দেহে ছিল-
তেজ তার।


লালন করেছে
তার-
পরিবার।


আজ দেহ যবে ক্ষীণ;
সবে সরে প্রতিদিন-
সংসারে বোঝা হয়ে আজ সে।


একদিন বোঝা বয়ে; শরীর গিয়েছে ক্ষয়ে-
বুঝে গেছে এতদিনে, সেই গতি করে দীনে
হরি বিনে নেই গতি আর যে!


হরি আজ সব আশা;
চোখে জল, মুখে হরি, মুখে হাসি আজ তাই-
যদ্দুর যায় দেখা ফরসা!