উষ্ণতা ছড়িয়ে পড়ে দুই শরীরে।


ভালো লাগা,
ভালো বাসা হয়ে--
ঝরে পড়ে সুপ্ত বাসনা--- কামনার রুপে।


ক্ষণস্থায়ী স্পৃহা!


রয়ে যায় আদিমতম আদিমতা।
শূণ্যের প্রত্যয়ান্ত পথে হেঁটে--
অসীম ঋণাত্মক পথে পা বাড়ায় পাপ।


হায় অধীশ্বর!


জন্ম হয় একটি কর্ম পাপ ময় নিষ্পাপ ভ্রুণ!
কখনো বাঁচে ভালো মন্দে।
কখনো বা শেষ ছুরি কাঁচির ডগায়।


হায় পৃথিবী! কবে ও কিভাবে জন্ম নেবেন কল্কি
                                                           অবতার!