কল্প


ব্রম্ভার দিবা ভাগ বেদে কল্প কয়;
চার শত বত্রিশ কোটি বৎস রে একদিন হয়।
দিবা ভাগে বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা তিনি;
বিশ্বের রক্ষাকর্তা তাঁকেই তো মানি।
সমপরিমান ভাগে তাঁর এক রাত্রি হয়;
রাত্রিকালে ব্রহ্মাণ্ড হয়ে যাবে লয়।