ঘিয়ে উবুচুবু পেতল প্রদীপ,
জ্বলছিল তেজ ভরে।
প্রদীপ জানে না জ্বলছিল কে;
এত ভালো আলো করে।


আজকে দেখি যে সে প্রদীপ খানি,
যেন টিম টিম করে।
কেন যে এখন কেন যে এমন;
চোখে জল আসে ভরে।


পড়শিরা আসে কথা বলে কত শত,
প্রদীপ আছে তো সব ঠিকঠাক!
ভরে দাও ঘিয়ে উপচিয়ে;
আজ কাজ আছে যাই, থাক।


কেউ আসে ছুটে ভরে দেয় ঘি আরও,
প্রদীপ তবুও মিট মিট করে জ্বলে!
কেউ বলে ওটা জ্বলবে না আর ভালো;
দাও ও টা ছুঁড়ে ফেলে।


তুল তুলে তুলো চড়া গেছে পড়ে,
ধুক্ ধুক্ করে প্রাণ,
পাকাবে বিধাতা নূতন সলতে;
মহাপ্রাণ তাঁর দান।