বুকের উপরে তোমার হাত খান;
টানটান শরীরে।
আমার সাধের শরীর!
সব আছে শুধু পাখি নেই।
মানুষের ভিড়ে; ঘরের আলোতে, দিনের আলোতে,
এক অব্যক্ত যন্ত্রণায়; কার ও ইশারায়!
ছেড়েছি শরীর---।
ফ্যাকাশে সাদা কষ্টের ভিড়, শবদেহ ঘিরে;
আমি সাদা ছায়া হয়ে ছোটাছুটি করি।
বড়ো সাধ জাগে মনে-
শরীরের ভেতরে প্রবেশ করি আর একবার।
কিন্তু বৃথা চেষ্টা করি;
পারিনা কিছুতে!
ঘরের এ কোণায় ও কোণায় ছোটাছুটি করি-
সাদা ছায়া সবার সুমুখে!
কেউ দেখতে ও পায়না
অদৃশ্য আমার প্রাণ।
প্রাণহীন শরীর-
সব হাত সরে যায়,সরে যায় মানুষের ভিড়!
সবার অসহ্য, শরীর আমার-
অবশেষে ঢেকে যায়!
সাদা কাপড়ে।
শরীর হীন আমি ইতস্ততঃ করি ইতিউতি;
তারপর! কারও বা সংকেতে-
পিছু পিছু চলি তার।