সব রং ফিকে লাগে যেন!
সব চোখের তারায়; কিছুই পাই না খুঁজে,
বসন্ত বা বর্ষার কোনো কোলাহল;
সব কিছু ধীর--- শান্ত মনে হয়,
দাপ টের শেষে থেমে থাকে সুর অপলক!
বিদায়ের বিরহের খন নয়!
সব এক আছে; যা ছিল কাল,
শুধু অকারণ থেমে থাকে মন;
হয়তো-বা অপেক্ষায় সুপ্ত আগ্নেয়গিরি,
খোঁজে সুড়ঙ্গ কাছাকাছি!
মিছি মিছি  কিম্বা সে অকারণ-
আর ও কিছু প্রতীক্ষায়!