একলা আকাশ আছে কোথায়?
বক্ষে; চন্দ্র তারার সুখ।
একলা আমি; একলা তুমি;
আকাশ ফাঁকা বুক?


আকাশ থেকে ধার করেছি-
একটা ছোট্ট তারা।
তারা হয়ে জ্বলছো; বুকে
তুমি, দিশেহারা!


আকাশ দিকে তাকিয়ে দেখ;
যে তারাটা হাসে।
সেই তারাটা আমি জেনো;
থাকবে তোমার পাশে।


বুকের মাঝে রাখার মত;
মস্ত হৃদয় কই!
নাই বা রাখো বুকের মাঝে;
পাশেই না হয় রই।


একলা একা কেউ থাকে কি?
ফাঁকা কিচ্ছু নয়।
প্রেম হারালে দুঃখ ভরে;
শূণ্য কিছু কি হয়?


দুখ সরিয়ে; হাত বাড়িয়ে-
বুকের মাঝে থাকো।
উঠবে বেড়ে বুকের সুখ ও
রাখবে আমায়? রাখো।


অনেক দিনের ভালো বাসা;
বোঝোনি কভু তুমি!
বাসলে ভালো অন্য কারে ও;
শূণ্য হলাম আমি।


সে পেয়েছে অন্য দিশা;
হারিয়ে গেছ তুমি!
তাই বলে কি জীবন বৃথা?
আছি তোমার আমি।


দুখ সরিয়ে; হাত বাড়িয়ে-
বুকের মাঝে থাকো।
উঠবে বেড়ে বুকের সুখ ও
রাখবে আমায়? রাখো।