সমুদ্র সৈকতে বসি ,গুনে চলি ঢেউ।
সুমুখে এখনও আসি, দাঁড়ালো না কেউ।।


রাশি রাশি শুধু আসি, ভেঙে যায় তারা-
ছন্দের হিল্লোলে আমি দিশেহারা!


এই আসে ,এই বুঝি; এটাই আমার-
ভেঙে যায় খান খান কে-বা হয় কার!


তবু আমি থাকি বসে শূণ্য এ মন;
নিরাশায় উঠে পড়ি, থাক যার ধন!


পরদিন প্রভাতে ই আবার ও যে আসি;
হয়তো দাঁড়াবে তুমি , আসি ভালোবাসি।


এক, দুই, তিন - - কাটে বৃথা এ জীবন;
এত দিনে বুঝি , "তুমি সমুদ্রের ধন"।


ছলনায় ভোলাতেই জনম তোমার-
শুধু শুধু ভাবি মনে তুমি যে আমার ।