বিদ্যালয়ের প্রধান প্রতিদিন দুপুর দেড়টা দুটোয় বিদ্যালয়ে আসেন এবং মিড ডে মিল খান।


তাঁর না-কি অনেক কাজ।
৪-৩০ এ বাড়ি যান।


১০ তারিখে ১০ টা -- টুক করে এসে গেলেন।


কি হোল?


কিছু বলবেন?
😀😃😄


                                         অং:-


বং:-
                                       চং:-


**********************   ***********************
উত্তর:
অরুপে স্বরূপে;
               কতরুপে আমি অ-ধরা!
ভাঁড়ারে ভাঁড়ারি,
              হয়ে আছে মন ,মন মরা।


নেই  বিশ্বাস;
                     ছাড়ে নিঃশ্বাস!
মরা মন আজ সাথী হারা ,
                           চেয়ে দেখ্ পাঁঠা তোরা?


আমি সরকার;
                     জানানোর আজ;
কি বা আছে-
                       বল দরকার!


হতাশ লাজে জাগে,
                        এই করে করে।
চেখে দেখি মাঝে শুধু,
                     ঢাকি টাঁক টারে।


পড়ানো গেছি ভুলে;
                          দেখি না কোনো কূলে!
যদি চাস ভালো,
                        পাশে আয় ছুটে তোরা ত্বরা।


লাখ বেশি পাই;
                    দেবে না তার বেশি।
টাঁকের ও খরচ নাই,
                  যদি বা আগে আসি।


আছে মহাদেব, আছে মহা স্রোত;
আছে মিতা মোর, সাথে উজ্জ্বল।
এত্ত ব্যথা মাথা কি বা দরকার?
কেন রে নন্দলাল; বোকা পাঁঠার দল!



যত্ত সব!
বাড়াবাড়ি!
আ- --- মি দেবদুলাল।