হিংসায় উন্মত্ত পৃথিবী-
ক্ষুধায় জর্জরিত নারী;
বোবা কান্নায়!
নিয়ত দখল, লড়াই অবিরত;
আর ও চাই আরও চাই।


কুঠুরিতে বাসা-
নেই ভালোবাসা।
ব্যাংঙ্কের টাকা বাড়ে দিন দিন।
জনম দুঃখিনী মা,
ফুটপাতে ঠাঁই।


ক্ষুধা চেপে ধ'রে পেটে;
বুক যতখানি ধরে দুধ, সন্তান পালন!
তবু এখনও ক্ষুদার্থ মা রাতদিন-
ছেলে-মেয়ে-বৌ আছে সুখে;
মর্ম ভেদ হয় তবু ক্রন্দনহীন; বোবা কান্নায়।


নারীদের না-কি ক্ষুদা পেতে নেই!
সন্তান আছে যে মার;
অভুক্ত সন্তান তার।
বড় হলে খাবে পেট পুরে,
দিন কেটে যায়; তাই আশায় আশায়!


পৃথিবীর যত মা আছে!
শতকোটি প্রণাম মাগো;
এসো না আমার ঘরে;
এক রাশ আলো ভ'রে।
যতটুকু জোটে- ;খাব ভাগ করে, মা আর বেটায়!


যে তোরে  করেছে ব্রাত্য;
থাকুক সে মহাসুখে!
আরো আর ও ধন হোক তার।
তুই তো আমার ও মা, তুই তো আমার উমা;
ক্ষুধা নিয়ে থাকিস না আর।