হাত চাই;
সেই হাত;
ভালোবাসা, ভাষনের।


মুখে ভাষা;
প্রাণে হাসা;
কাছে টানা, শাসনের।


বুক চাই;
সেই বুক;
অভিমান, লুকোবার।


সেই মন,
প্রাণ চাই;
কান্নায় ভাঙবার।


হাসি মুখে;
হাসি চাই;
উচ্ছ্বাস সুখে তে!


এক প্রাণ;
এক মন;
সব কিছু সাথে হে।


সেই চোখ চাই যে;
সব কিছু হারাবার;
বার-বার, হারবার।


চাই আমি;
সেই কান;
সংগীত ঝংঙ্কার।


সেই ভ্রু টানা টানা;
মিলেছে যে শূণ্যে;
একসাথে দেব পাড়ি পূণ্যে!


আমি চাই;
সেই ভাল;
পড়ে যেথা, এলো চুল।


মিষ্ট যে চুমা দেয়;
টোল গাল;
টুল টুল।