গরুর পালে বাঘ পড়েছে,
রাখাল দুষ্টু ভারী।
চিল্লিয়ে লোক করছে জড়ো;
সবে ছুটছে তাড়াতাড়ি।
         একদিন নয় দুদিন নয়,
         আজ হল তিনদিন।
         সবাই গিয়ে হচ্ছে অবাক,
         নাচে রাখাল‌ তাক্ ধিনা ধিন্ ধিন্।
জমছে খেলা অনেক মজা,
ভাবছে রাখাল ছেলে।
সত্যি বাঘ পড়ল যেদিন,
দেখা কারও না মেলে।
      এটা ছিল গল্প কথা,
      শিক্ষা হল ভারী।
      মাষ্টার বলে ছাত্র টিকে
      শিখলিটা কি? বল তাড়াতাড়ি।
ছাত্র হাসে উঠতি গোঁফে,
বলব সত্যি কথা?
সত্যি বললে লোক আসে না,
মিথ্যে বললে ভিড় জনতা।