ঊষর মনে ফুল ফোটাও হে ভগবান;
ভালো বাসা দাও ভরিয়ে হৃদয় খান।
এ হৃদয় তোমার গড়া;
ভালো বাসা দিয়ে মোড়া-----!
বিষ ঢেলে করেছি ঊষর;
সোনা সম হৃদয় খান-----!
দাও পুড়িয়ে হৃদয় আমার;
রাম আল্লাহ আমার যীশু---
আমার প্রিয় ভগবান।
দাও পুড়িয়ে-----, হৃদয় আমার --
ঊষর সম হৃদয় খান।


জ্বলুক সকল মন্দ কিছু,
আছে যেসব, ভগবান।
থাক শুধু প্রেম খাঁটি,
খাঁটি সোনা ঘড়া ঘড়া;
ভালো বাসা দিয়ে মোড়া-----।
সোনা দিয়ে দাও বাঁধিয়ে হৃদয় খান;
রাম হরি আল্লা যীশু ভগবান!
প্রথম যা দিয়ে ছিলে, দাও সে
হৃদয় আর একবার।
নোংরা কিছু আসবে না আর;
হৃদয় করব রুদ্ধ দ্বার।


না বুঝে যা করেছি মলিন;
আর হবে না, সে আর ভুল।
রাখবো হৃদয় প্রেমে ঢেকে;
হৃদয়ে এবার ফোটাবো ফুল।
রাগ ঘেন্না খারাপ কে আর,
বসত বাড়ি হৃদয়ে না ঠাঁই।
তোমার চরণ ধরবে এ মন;
আর কিছু না চিত্ত চাই।
ঊষর মনে বাগান খানি;
নিত্য ফুল তুলবে টানি।
সাজাবে তোমায়,যেটুকু পাই।