শুধু একটি বার।


তোমার হৃদয়ে হোক বড় ভূমিকম্প
বিস্মৃতি হয়ে যাক্ যত সব স্মৃতি,
ভেঙ্গে যাক আমাদের প্রীতির মিনার।


অলিন্দে শুরু হোক ফনি-ঝড়-ঝম্প
ভেঙে চুরমার হোক হৃদয়ের প্রীতি
আবাদ সে ভূমি হোক নদীর কিনার,


শুধু একটি বার।


ঐ চাঁদ, ঐ তারা- চুপ হয়ে যাক,
আর কভু না শোনাক অতীতের কথা
তোমার একাকী সব জোসনা যাপনে।


যে স্মৃতি অতীতেরও পূর্বের-
সেগুলোই বলে যেন ফের আবার।