ম্যাডাম বলেন ব্ল্যাকবোর্ডে আয়
স্যারও বলেন মন দে,
পাঠে আমার মন বসে না
ঝুমার চুলের গন্ধে।


আমার কেবল ইচ্ছে করে
ঝুমার পাশে থাকতে,
সবার মাঝে লুকিয়ে থেকে
ঝুমার ছবি আঁকতে।


সবাই  যখন তাকিয়ে থাকে
কলম-খাতার টুলটায়,
একের পর এক বইয়ের পাতা
স্যার ও ম্যাডাম উল্টায়।


তখন কেবল ভাবতে থাকি
কেমনে এ প্রেম জুড়বো!
সবার চোখে ধুলো দিয়ে
প্রেমের চিঠি ছুড়বো?


তোমরা যখন পড়ছো পড়া
চাকরী পাবার জন্য
আমি না হয় প্রেমিক হলাম
আমার প্রিয়ার জন্য!


(কবি আল মাহমুদের পাখির মতো কবিতার প্যারোডি "যুবক আল মাহমুদ")