গতকাল আধোরাতের জোছনায়
ত্রি-নদের মোহনায় দাড়িয়ে
পশ্চিম-দিগন্তে,
ঠিক যেখানটায় নদী ও আকাশ আছে মেশে-
তাকিয়ে তাকিয়ে ভাবছিলাম—
আকাশের বিশাল এ দূরত্ব ভেদ করে
নদী ও চাঁদের মাঝে প্রেম হল কী করে?


মনে হলো–
এটাও তোর-আমার প্রেমের মতোই।
অমীমাংসিত।
রহস্য।