আমার ভালোলাগে না; আমার ভাললাগে না;
রোজ ছুটে যাওয়া ওই ট্রেন, কর্কশ হুইসেল―
তীব্ৰ গতি আর পাথরের কম্পন ―
আমার ভাললাগে না ।।


সমীহ পথের ভ্রান্ত পথিক;আজ দিকহীন,উদ্ভ্রান্ত-
আগাছায় ভরে যাওয়া জনজীবন - কুণ্ঠার প্রতিযোগিতা-
অবয়ৰময় প্রেম - দুঃস্থ সস্পর্ক - আহুতির করুনা-
আমার ভাললাগে না ।।


আমি বাঁচতে চাই - একা ছাড়ো আমায়।
মরতে দাও - একা । যদি বাঁচতে পারি !!
স্থবির এ জীবন ― আমার ভালোলাগে না।।