শুধু পতনেই যদি ফিরে পেতাম তোমায়,
সে পতন হতো বড় গর্বের।
অস্থিতে ব্যাথাতুর বেদনার প্রলেপ মেখে
ঝরে যেতাম বহুকালের অতীত তরু হতে ―
সে পতন হতো বড় গর্বের।


ধ্বংসলীলায় মেতে ওঠা ঐ ব্যাকুল নয়ন,
বড় আনমোনা অহেতুক স্বপ্ন জোগায় -
ব্যক্ত করে বহু পাপের জীবন,
তবু মরণত্তর পথিক হয়ে যদি
ফিরে পেতাম তোমার হৃদয় ―
সে পতন হতো বড় গর্বের।


আজো দেখা মেলে কিছু অশরীরি ছায়া,
তন্ত্রে পটু কিছু প্রেতের কায়া ―
যদি শ্মশানের কাঠ হয়ে জ্বলে যেতাম,
আহুতি দিয়ে ঐ নিথর লাশের দেহ ―
যদি তাও , ফিরে পেতাম তোমায়,
সে পতন হত বড় গর্বের।।