প্রেমের আঘাতে থেঁতো হওয়া এ হৃদয়-
কখনো খুঁজে দেখেছো?
জরাজীর্ন এ কোঠরে আজ বিমূঢ় উর্ণনাভ
বাসা বেঁধে বেড়ায় ,
ধূসর দেওয়ালে আজ শুধু তোমার প্রতিচ্ছবি- কুঁড়ে কুঁড়ে খাওয়া ধমনী গুলো আজ বড় ক্লান্ত।
রক্ত বড় চঞ্চল - বড় তীব্ৰ গতিতে বয়ে যায়।
তাকে নিয়ে চলা আজ বড় দায় -
এ হৃদয়ের।


কখনো খুঁজে দেখেছ ?
এ হৃদয়ের জমে থাকা নীলিমা লঘুর শিরাগুলি -
স্তব্ধ ওরা আজ,
বড় ক্লান্ত - আর কত সহ্যময় অসহনীয়তা
বইবে এরা?


কখনো খুঁজে দেখো চোখের কোনাতে জমে থাকা বহু অভিমানের প্রতীক,
জমাট বেঁধে যা আজ -
নিশক পাথর।। যে আত্মগ্লানি তাকে ঠুকরে খায়,
তার নাম কখনো পাবেনা কোনো কবিতায়।।
কিছু স্মৃতি শুধু পোঁতা পেরেকের ভরসায়-
দুয়ার খোলা এ হৃদয়ের শত ছিদ্র আঙিনায়।।
কখনো খুঁজে দেখেছো ?