ওগো, আজ একটু পাশে বসো,চেয়ে দেখো একবার,
এই জীর্ণ শীর্ণ মৃত্যু পথযাত্রী হৃদয়কে-
এ যে তোমারই দান।


তুমি জিতে গেছো , বিশ্বাসঘাতকের প্রতিযোগিতায়।
তোমার নাম স্বর্ণাক্ষরে লেখা হবে - প্রতারকের মিছিলে।
কীট পতঙ্গের সমতুল্য আচরণে তুমি অতুলনীয়।
আজ মাথায় তোমার সোনার তাজ - স্বার্থপর ভালবাসার মূর্ত প্রতীক তুমি।
হে গরিবের ভালোবাসাকে লাথি মারার সেনাপতি -
তোমায় জানাই শত কোটি প্রনাম।


ওগো, আজ একটু কাছে বসো- চেয়ে দেখো,
ছিদ্রময় আবাসন, দুর্গন্ধের এই মানুষটা - "আমি"।
এও যে তোমারই দান।


শুধু পার্থক্য - আমার মৃত্যু হবে
গৌরবের , শান্তির।।