তুমি আজো আছো এ হৃদয়ে।।
যতই নিভুক তোমার চিতার আগুন,
ওই হীম ফুলকি যতই মিশুক বাতাসে ― তাও,
তুমি আজো আছো এ হৃদয়ে।।


আমি যে দেখি তোমায় জগতের প্রতি কোণে
নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছো।
পরনে সেই দশমীর লাল পেড়ে শাড়ি
কপালে লাল টিপ আর হাতে বালা জোড়া-
নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছো।।


এ পৃথিবী তোমায় মৃত বলে-সগৌরবে পড়িয়েছে
তোমার মাথায় মালা- বড় শুকনো তার ফুল,
নেই তার কোনো সুবাস। আর আমি―
ঘোলা জলে আজও মাছ ধরছি,
খালি হাতে, শূন্য হৃদয়ে।
অপারক দেহ নিয়ে আজও আমি ঘুরে বেড়াই,
আর তুমি, সব দেখে , সব বুজে -
নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছো।।
কবে থেকে বসে আছি , যদি ফিরে আসো
কাজল পড়াবো একবার -
ছুঁয়ে দেখবো একবার -
ভালোবাসবো একবার।। কারণ ―
তুমি আজও আছো এ হৃদয়ে।।