দেখে নাও আজ এই রাত্রি । যতটা শূন্যতা
ধরে চোখে , জ্যোৎস্না এবং নক্ষত্রসমূহের  
                            আয়োজন বাসর ।


অট্টালিকার দেওয়ালে উল্লম্ব এবং অনুভুমিক রেখা
মিলিয়ে যায় । ছায়া হয়ে থাকে ব্রিজ, মিনার ইত্যাদি
                                   যাবতীয় উচ্চ নির্মাণ ।


তারও নীচে অন্ধকার সমুদ্র যেন - রাত শেষ হলে
                                  জলরাশি যাবে সরে -
তখন নীচের দিকে নামিও দৃষ্টি , দেখো
ভাঙ্গা টিনের চাল, আবর্জনা -  অস্তিত্বের
                                  বিবর্ণ বিবরণ।


ততক্ষণ , রাত্রি দেখো, দেখো রুপোর মেডেল
আর হীরের কুচিতে সাজানো আকাশ অঙ্গনা


এই বেলা বলে ফেলো যা বলার, গেয়ে নাও
                                   যা আছে গান।।