কিছু কথা আজীবন খুঁজে যায় শ্রোতা
অথচ কিছু না খুঁজে চলে যায় নদী খরস্রোতা
কিছু কথা কাউকে পাবেনা জেনে
                                চলে যায় নিরুদ্দেশে
আসলে নিরুদ্দেশ বলে কিছু নেই
শুরু হলে চলা, নতুন ঠিকানা
                                    আছে প্রতি পদেই
কিছু কথা ঝলকে ওঠে উন্মেষে,
                              নিভে যায় নিমেষে ।।