( আমার হৃদয়ের শব্দহীন জ্যোৎস্নার কবি জীবনানন্দের স্মরণে)

জীবন ধূসর হ'তে গিয়ে তবু গেছে থেমে
ধানসিঁড়িটির ওই জলাঘাসে -
যেখানে গিয়েছে নেমে
কোনও বুনোহাঁস কোনও মেঘলা অবকাশে ।
              
নিতান্ত অবহেলায়
দিনের রাতের সুতো কেটে শেষে
শুকনো ফুলের মালায় মালায়
গ্রাম্য রমণীর শব ঠেকে এসে ।


রাজহংসী তবুও আজ
যত্নে পালন করে তার একমাত্র ডিম -
পড়ে থাকে খেলা ভাঙ্গা মেলা ভাঙ্গা কাজ ,
সবারই জন্য আছে শীতরাতের হিম ।


একঘেয়ে গান ফসলকাটার
হেমন্ত প্রান্তরের মাঠ থেকে
এসে পৌছায় বুঝি কলকাতার
অবশিষ্ট উষ্ণতায়, নিতে চায় সেঁকে ।


এইসব গান বুঝি রয়ে যায়
আঁধারের, জ্যোৎস্নার লুকোচুরি আঙ্গিনায় ।।