ইতিহাসের পাতায় রবে
বাংলাদেশের রাজনীতি
লাশের পরে লাশ পড়ে ঠিক
নেতায় নেতায় সম্প্রীতি।


কোন সে নেতা দায়ভার নেবে
মরছে মানুষ দিনকে দিন
পুড়ছে মানুষ জ্বলছে গাড়ি
শোধ করবে কে দেশের ঋণ?


ক্ষমতার ই দাপট দেখায়
ফাঁসির কাষ্টে দেয় ঝুলি
শৃংখলার ই দোহাই দিয়ে
মারছে বুকে কে গুলি?


হরতালে গা শিউরে ওঠে
আগুন জ্বলে রাজপথে
গরীব দুঃখী মরছে পুড়ে
রাজনীতির ঐ দ্বিমতে।


কোটি টাকার জ্বলছে গাড়ি
গদির লোভে পুড়ছে দেশ
হরতালে আর অবরোধে
গরীব দুঃখী মরে শেষ।


রাজনীতির ঐ বলির পাঁঠা
আমজনতা জনগণ
ভোটের সময় ভোট দিয়ে তাই
শান্তি খুঁজে দেহ মন।