দিদির বাড়ি অনেক দূরে
মধ্যে গায়ে নদী,


ইচ্ছে ছিল যেতাম  আমি
ডিঙি পেতাম যদি।


পথের বাঁকে দুষ্টুমিতে
পথ হারিয়ে যাই,


দিদির বাড়ি অনেক দূরে
কেমনে খুঁজে পাই।


ঈশান কোনে মেঘ জমেছে
আঁধার হলো খুব,


এই বিপদে সূর্যি মামা
দিচ্ছে নাকি ডুব।


দূর হতে কে হাঁক ছেড়েছে
আসলো তেড়ে যেই,


লাফিয়ে উঠে চৌকি থেকে
কেউতো কোথাও নেই।
--------- -- -------------------
০৩/০৬/২০২০ খ্রিস্টাব্দ