মানবতা আজ এসি রোমের
চার দেয়ালে বন্দি,
শাসকের সাথে চুক্তি করে
জয় করেছে সন্ধি।


ছিঃ!! মানবতা আজকে তুমি
বুক ফুলিয়ে হাঁটো,
কাঁটা তারে ঝুলছে ফেলানী
মুখটা হয়নি খাটো?


দুধের শিশু চিৎকার দিচ্ছে ঐ
পাওনি শুনতে কান্না?
কখনো খোঁজ নিয়েছো তুমি
করেছে কেউ রান্না?


আজকের দিনে কতো আসহায়
ঝরছে অগোচরে,
পত্রিকার পাতায় ওঠেনি নাম
যাচ্ছে জীবন ঝরে।


ওহঃ মানবতা!! আজকে তুমি
বুঝবে কেমন করে,
চোখে পরেছো রঙিন চশমা
থাকো বিশাল ঘরে!!