যেই দেহটায় রূপের যৌবন
সেই দেহটায় বার্ধক্য,
সময় থাকতে ভাবিস মনরে
খুঁজে নে তুই পার্থক্য।


আজকে স্বাধীন চলাফেরা
কালকে থাকবি আঁধারে,
কেউ হবেনা সাথীরে তোর
থাকবে লাশের কাতারে।


চোখ বুজে দেখ আপন সবি
রাইখা আসবে একেলা,
জীবন নদী রঙ তামাশা
সাঙ্গ হবে প্রেম খেলা।


অট্টালিকায় থাকিসরে তুই
গুনগুনিয়ে গাহিস গান,
রূপ-যৌবনের ধরলো ঘুনে
বুঝবি পড়লে হেচকা টান।


(গানের সুরে লিখেছি)