দল বেঁধে চল সবে বুকে নিয়ে বল,
রাসুলের দুশমন করে কোলাহল।


আস্তানা ভেঙ্গে দে কর চুরমার,
নাস্তিক বেইমান পায় না যে পার।


চারপাশ রাখ ঘিরে ওঁৎ পেতে থাক,
বেইমান মুনাফিক আছে ঝাঁকে
ঝাঁক…


লোভ দেয় ক্ষমতার, দেয় বাড়িঘর,
বিষধর কালসাপ মনে রেখ ডর।


রাসুলের দুশমন যুগে যুগে থাকে,
বেশধারী কালসাপ আঁগলিয়ে রাখে।


কৌশলে সবদিক রেখ ঠিকঠাক,
তাকবীর বলে সবে  কর বে এট্যাক।