রূপবতী রূপরাণী শরতের আকাশে,
সাদা মেঘ উড়ে যায় ঝিরিঝিরি বাতাসে।


দূরে ওই সাদা বন কাশফুলে হেসেছে,
সোনা রোদ পড়ে গায় অপরূপ সেজেছে।


আকাশের নীল ছাদ দেখে ভরে মনটা,
গোধূলীর আগমন রাত আসা ঘন্টা।


পূর্ণিমা রাত আহা! লাগে ভারী মিষ্টি!
অপরূপ চারিপাশ কি দারুন! সৃষ্টি!!


জোসনায় আলোকিত পূর্ণিমা চাঁদটা,
ঝলমলে চারিপাশ ফিরে পায় রাতটা।


তারাগুলি ঝিলমিল মিটিমিটি হাসছে,
শিশিরের কণাগুলি ফুলে ফলে ভাসছে।



তারিখঃ ০৯/০৯/২০১৪ খ্রীস্টাব্দ ।