জীবনের হিসাবটা কষে দেখি নীল,
কত কাল কেটে গেছে নেই কোন মিল।
শৈশব কৈশোরের বে-হিসাবী দিন,
যৌবনে বেড়ে গেছে অযাচিত ঋণ।


সকাল দুপুর যায় জীবনের সন্ধ্যায়,
আহাজারি চিরকাল চেতনার বন্ধ্যায়।
সময় ফুরিয়ে যায় দেখে যাই নির্বাক
কোথা হতে কি হয় বিষ্ময়ে হতবাক!


দিনরাত চুপচাপ করি শুধু ভাবনা,
সেই সব দিন রাত আর ফিরে পাব না।
জীবনেতে সুখ-হাসি মিশে আছে কষ্ট,
আলেয়ার পিছু ছুটে সবই আজ নষ্ট।


তারিখঃ ১৫/০৯/২০১৪ খ্রিস্টাব্দ..…।