একুশ এলে প্রাণ ফিরে পায়
বাংলা ভাষার ঘর,  
বাদ বাকি দিন কাকের দেহে
ময়ূর করে ভর।


নাম দিয়েছে প্রাণের ভাষা
কর্মে পরের টান,
বৃথাই গেলো রক্তরাঙা
শহীদ ভাইয়ের প্রাণ।


একুশ এলে খালি চরণ
মিনার জুড়ে ফুল,
দুদিন পরেই শরীর জুড়ে
গজায় স্বভাব চুল..…।