গোপালগঞ্জের মহকুমার
টুঙ্গিপাড়া গ্রামে,
জন্ম নিলো ছোট্ট শিশু
শেখ মুজিবুর নামে।


ধীরে ধীরে বড় হলো
কাড়লো সবার মন,
বঙ্গবন্ধু দেয় উপাধী
দেশের জনগণ।


সাত'ই মার্চের ঐতিহাসিক
ভাষণ ছিল তাঁর,
আগুন ঝরা সেই ভাষণে
জয় এলো বাংলার।


পঁচাত্তরের পনরো আগস্ট
ঘাতক সেনার দল,
স্বপরিবার করলো নিঃশেষ
চালিয়ে স্বকৌশল।


সোনার বাংলা স্বপ্ন ছিল
গড়বে সোনার দেশ,
ঘাতকেরা দেয়নি সুযোগ
সব করল নিঃশেষ।


ইতিহাসে স্বর্ণাক্ষরে
নাম পেয়েছে ঠাই,
অমর হয়ে বেঁচে আছো
তোমার জুড়ি নাই।
-----------------------
১৫ই আগস্ট ২০১৬ খ্রিস্টাব্দ