তোমার আগমনে হে প্রেয়সী  হৃদ মাজারে প্রেম তরঙ্গ খেলা করছে।
জানো, মন বাগানের ফুলপরীরা বাসর সাজিয়ে রাখছে তোমার আগমনী বার্তায়?
হৃদয়ের কপাট খোলে রেখেছি মনের পিঞ্জরে যতন করে রাখবো বলে।
হে প্রিয়তমা তুমি আসবে বলে বুকের এই ছোট্ট নীড়ে কে যেনো প্রেমের সানাই বাজাচ্ছে।
নির্ঘুম রাত কাটাব বলে জোসনা ভেজা চাঁদনী রাত তোমার অপেক্ষার প্রহর গুনছে,
তোমাকে নিয়ে খোলা আকাশের নিচে বসে হাতে হাত রেখে গল্প করবো বলে।
হে হৃদয়ের রাণী,
তুমি আসবে বলে শিশিরের কনাগুলি মুক্তোর হাসি ঝরাচ্ছে।


হে আমার নীল পরী , তোমার আসার গুঞ্জন শুনে ভ্রমর অলি ফুলে ফুলে মধু আহরণ করছে।
তোমার আগমনী বার্তায়
সাগরের উর্মিমালা সব আনন্দে গর্জে উঠছে বার বার। কলকল ধ্বনিতে গান গেয়ে বেড়াচ্ছে পাহাড়ের ঝর্ণাধারা।


ওগো আমার চাঁদ রূপসী, তোমার আসার খবর পেয়ে পাখপাখালিরা মধুর সুরে কিচিরমিচির গান শুনাচ্ছে, নদী যেনো ভালবেসে সাগরের মোহনায় শান্তির স্রোতধারা বয়ে নিয়ে যাচ্ছে ।
ওগো আমার স্বপ্নের নায়িকা তুমি আসবে বলে হাজার দিনের স্বপ্নগুলো আজ উকিঝুকি দিচ্ছে।
হে প্রিয়তমা, তোমার অপেক্ষায় একা বসে কাটিয়েছি সময়,
রাতের পর রাত দিনের পর দিন।
কখনো হাত তুলে প্রাণখোলে প্রভুর কাছে চেয়েছি,
তাকে তুমি মনের মতো করে দাও হে প্রভু যাকে রেখেছো আমার জীবন সঙ্গীনি করে।
আজ জীবনের সেই কাংখিত সময় কাংখিত দিন।