কুয়াশার গা বেয়ে শীতে কাঁপে গাঁ।
তবুও কেন ফাগুনে টলটল?
আমার মন, আপাদমস্তক।
চোখাচোখি যে নারীর চোখে হলো।
"পৌষের" শেষে "মাঘ" এল ভূয়ে
আর কদিন! চেয়ে চেয়ে বৃথা!


নারীর নাম জানতে চাইলাম।
"আমিরা"! এক বজ্র সূর ভাসে।
অথচ আমি জানি, আমার প্রেম
নারীর কত প্রয়োজন। সরল
চোখের ভাষা নিষ্পাপ চাহনি
আমার জানা, সত্যি আমার জানা
অথচ মন আপাদমস্তক
কাপছে বুঝি কুয়াশার চাদরে
শুধু নারীর অভিমান না বুঝে।