গোলা বারুদ গোলা বারুদ কত শক্তি তোর!
পরমাণুর পিতা মানব। সবুজ এই ধরা
কেবল অণু। অযোগ্য তোর সন্ততানের ধারা।
বিশ্ব আজকে মস্ত মেতে, ধরে শকুনি সূর।
হিংসায় কে বলি, নেয় না শকুন খোঁজ। ঘোর,
ঘোরে ঘোরেই বিশ্ব বিবেক ধরেছে পরমাণু।
নয়া অস্ত্র, বোমা, মিশাইল রাজ্য হাসি হনু।

  
অস্ত্র, কী ভয়, মহড়ার উৎসব, হুঙ্কার!
চৌদিকে বাহবা সূর যেন ধরার অলংকার।
মানবতার হাসি কোথায়! কে জানিবে-রে ভাই,
আর শুনিবো না কাটাতারে লাশ, বিশ্বাস নাই।


নাই নাই মানবতা নাই, চারদিকে শুধুই
অস্ত্র প্রথা, অস্ত্রের তো হুঙ্কার অথই।
তোমরা খেলো অস্ত্র খেলা, মারো শুধুই সৈন্য,
আমরা দেখি মানুষ মারো, মানবতার দৈন্য।